ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোবেল মনোনয়নে নাম, প্রত্যাখান করলেন মাস্ক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ৩১ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৮:০৫, ৩১ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

টেসলা ও স্পেসএক্স'র সিইও ইলন মাস্ককে তার 'ফ্রি স্পিচ' প্রচারের জন্য ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে । ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ব্রাঙ্কো গ্রিমস জানিয়েছেন যে তিনি মাস্কের মনোনয়ন প্রস্তাবটি নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে জমা দিয়েছেন। এই মনোনয়নটি মাস্কের স্বাধীন মতপ্রকাশ এবং শান্তির প্রতি তার অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য করা হয়েছে। 

গ্রিমস তার এক টুইটে লিখেছেন, ‘ইলন মাস্কের জন্য নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন সফলভাবে জমা দেওয়া হয়েছে, ধন্যবাদ সবাইকে যারা এই প্রকল্পে সাহায্য করেছেন।’

গ্রিমস আরও বলেন, মাস্কের স্বাধীন মতপ্রকাশের প্রতি আগ্রহ এবং প্রচেষ্টা বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার হিসেবে উঠে এসেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, নরওয়েজিয়ান সংসদ সদস্য মারিয়াস নিলসেনও মাস্ককে এই পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন, তার মতে, মাস্ক তার কোম্পানির মাধ্যমে বিশ্বের মধ্যে যোগাযোগ এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ কাজ করেছেন।

তবে, ইলন মাস্ক তার নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ‘আমি কোনো পুরস্কার চাই না।’ 

মাস্কের মতে, তার উদ্দেশ্য শুধুমাত্র প্রযুক্তি এবং ফ্রি স্পিচকে সমর্থন করা, এবং তার এমন কোনো ব্যক্তিগত পুরস্কারের প্রতি আগ্রহ নেই। 

এক্স (প্রাক্তন টুইটার) অধিগ্রহণের পর থেকে তার পক্ষ থেকে ফ্রি স্পিচের প্রচার এবং কনসারভেটিভদের ওপর আরোপিত বাধা তুলে নেওয়ার জন্য অনেক প্রশংসা হয়েছে, তবে এ বিষয়ে সমালোচনাও রয়েছে। কিছু সমালোচক অভিযোগ করছেন যে এক্স এখনো কিছু বিষয়ে সেন্সরশিপ অবলম্বন করছে।

ইলন মাস্কের নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়া কঠোর, এবং এটি নোবেল কমিটির পরবর্তী অনুমোদনের জন্য অপেক্ষা করছে। যদিও তিনি পুরস্কারের প্রতি আগ্রহী নন, তবুও মাস্কের নাম উল্লেখ করায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে, এবং বেশ কিছু লোক এই মনোনয়নকে প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন।

সূত্র: এনডিটিভি ওয়ার্ল্ড, ফিনান্সিয়াল এক্সপ্রেস 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি